বিশেষ প্রতিবেদকঃ গতকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। জাতি হিসেবে আমরা যে নিন্ম মানসিকতার মানে নিম্ন শ্রেনীর একথা আমি প্রায়ই বলি। আজ কোন দুতাবাস যদি কয়েক প্যাকেট মাস্ক দিতো তাহলে সব হুমড়ি খেয়ে পড়তো। করোনা মহামারীর এই দিনে দেশে টেস্টিং কিট উৎপাদনের মতো এতোবড় একটা ঘটনা অথচ সরকারের কেউ নেই! এটাই আমাদের স্টান্ডার্ড। আমাদের রুচি, আমাদের শিক্ষা।
কি দরকার ছিল কিট উৎপাদনের অনুমতি দেয়ার! এতো নাটক করার! নিউজটা সারা দুনিয়ায় যাবে আমাদের মানবিকতার উদাহরন হিসেবে। আর ডা: জাফরুল্লাহ চৌধুরীও কেন আহাম্মকের মতো ৩০০ টাকায় কিট দিতে গেলেন বুঝলাম না! এটা তো উনি সহজেই ৩,০০০ টাকায় বেচতে পারতেন। তা না করে আইছেন দেশপ্রেম দেখাতে! এদেশের স্বাস্হ্য খাতের গরম গরম বাণিজ্য সম্পর্কে উনি কি কিছুই জানতেন না! কিটের কার্যকারিতা দেখা হোক। শুধু রাজনৈতিক মতাদর্শের কারনে দূর্যোগের সময় যেন আমরা কোন ভুল সিদ্ধান্ত না নেই।
লেখক ও সাংবাদিক