1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা মহামারী আমাদের পাপের ফসল : মাওলানা শফিউল হক জিহাদী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

করোনা মহামারী আমাদের পাপের ফসল : মাওলানা শফিউল হক জিহাদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩০২ বার

আজকে জীবনের প্রথম জুমা আদায় করছি, যখন মুসল্লিদের সংখ্যা নির্ধারিত। মসজিদের গেইট লকআপ।১০ জনের অধিক মুসল্লি আসতে বাঁধা দেয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে আমাদের কর্মফল।

আলোচনার পয়েন্টগুলো নিম্নরূপঃ-

১. আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়।

২. আজকের করোনা মহামারী আমাদের পাপের ফসল।

এক সময় আমাদের মসজিদে ডাকলেও আমরা আসিনি।আজ আসতে চাইলেও আসতে পারছি না।মনে হয় আল্লাহ তায়ালা আমাদের উপর বেশী রাগ করেছেন।
যেমন কুরআন মজীদের সুরা – ক্বলম এ-র ৪২ ও ৪৩ নং আয়াতে এরশাদ হয়েছে-
يوم يكشف عن ساق ويدعون إلى السجود
فلا يستطيعون. خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون.
” যে দিন পায়ের গোছা অনাবৃত করা হবে অর্থাৎ- যে দিন কঠিন সময় এসে পড়বে এবং সেজদা করার জন্যে লোকদের কে ডাকা হবে।কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না।তাদের দৃষ্টি হবে অবনত। হীনতা ও অপমানবোধ তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এ-র আগে যখন তারা সম্পূর্ণ সুস্থ ছিলো তখন সিজদার জন্যে তাদেরকে ডাকা হতো (কিন্তু তারা অস্বীকৃতি জানাতো)।”

আজকের এ বিশ্ব পরিস্থিতি আমাদের পাপ-কর্মের ফসল। যেমন আল্লাহ তায়ালা অন্যত্র এরশাদ করেছেন- وما اصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير.
” তোমাদের উপর যেসব বিপদাপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন।”

৩. আমাদের করণীয়ঃ
———————–
ক) বেশী বেশী তাওবা ও ইস্তেগফার।

দুনিয়ার আগুন নেভানোর জন্যে ফায়ার ব্রিগেডের পানি ও অন্যের সহযোগিতা প্রয়োজন হয়, কিন্তু বান্দার পাপের যে আগুনে দুনিয়া পুড়ছে বা আল্লাহ তায়ালার গজবের যে আগুন জ্বলছে তা নেভানোর জন্যে কারো সহযোগিতার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন আমাদের চোখের পানি।
তাই এখন আমাদের প্রয়োজন বেশী বেশী চোখের পানি ফেলে আল্লাহর নিকট নিজের পাপের ক্ষমা চাওয়া ও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেহেতু আল্লাহ তায়ালার রাগের আগুন নেভাতে পারে একমাত্র আমাদের চোখের পানি।
যেমন হাদিস শরীফে এসেছে- دمعة العاصى تطفئ غضب الرب . ” আল্লাহ তায়ালার গজবের আগুন নেভাতে পারে একমাত্র পাপী বান্দার চোখের পানি।”

নিঃসন্দেহে আল্লাহ তায়ালার রহমত তার গজবের চাইতে এগিয়ে আছে। যেমন হাদীসে কুদসি তে এসেছে- سبقت رحمتى على غضبى. আল্লাহ তায়ালা বলেন -” আমার রহমত আমার গজবের চাইতে এগিয়ে।”

আল্লাহ তায়ালা এরশাদ করেন – قل يا عبادى الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ط أن الله يغفر الذنوب جميعا ج انه هو الغفور الرحيم.
বলুন হে নবী,হে আমার ঐ সব বান্দাগণ যারা নিজেদের উপর সীমালংঘন করেছ,তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়,আল্লাহ তায়ালা সকল গুনাহ ক্ষমা করে দেবেন।নিশ্চত তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। ” (সূরা জুমর -৫৩)

আর ও এরশাদ করেছেন- افلا يتوبون إلى الله ويستغفرونه ” তারা আল্লাহ তায়ালার নিকট কেন তওবা করে ফিরে আসছে না এবং কেন ক্ষমা প্রার্থনা করছে
না “?

খ) বেশী বেশী দান -সদকা করা।

এখন মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্যে তওবা -ইস্তেগফারের ও দোয়া করার পাশাপাশি সামর্থবানদের উচিত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অসহায় শ্রেণীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
যেহেতু বালা -মুসিবত দূরীকরণে ও রোগের শেফা পাওয়ার জন্যে দান-সদকা হচ্ছে মহৌষধ।
যেমন হাদীস শরীফে আছে- الصدقة ترد البلاء-” সদকা বালা-মুসিবত কে দূর করে দেয়।”
আরো এসেছে- داووا مرضاكم بالصدقة – “তোমরা সদকা দ্বারা তোমাদের রোগীদের চিকিৎসা কর”।

লেখক:
ভারপ্রাপ্ত অধ্যক্ষ- চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা
খতিব- কক্সবাজার মাঝিরঘাট জামে মসজিদ
সহ-সভাপতি- জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম