তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস পরিস্থিতিতে মানবিক উপহার নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দুই শতাধিক কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে আব্দুল হালিম খান ফাউন্ডেশন। সার্বিক ব্যবস্থাপনায় ছিল প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার সকালে আব্দুল হালিম খান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ক্যাম্পাসে কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের মহামারী রোধে সারাদেশে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান এই খাদ্য সামগ্রী তথা মানবিক উপহার বিতরণের উদ্যোগ নেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ৫ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, লবণ ১ কেজি, তেল হাফ কেজি ও সাবান।
জানা যায়, গত ২ এপ্রিল দেড়শ কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করে আব্দুল হালিম খান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আজ ১৮ এপ্রিল ৬৫ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। বিতরণের এ ধারা সব সময় অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।