জাহাঙ্গীর আলম :
করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে কর্মহীন ও শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে নগরের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ৩নং বাজার এলাকায় নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুযেষের পাশে দাঁড়িয়েছে একুশে ড্রাগ হাউজে’র পল্লী চিকিৎসক রতন কুমার সেন।
আজ শুক্রবার (২৫এপ্রিল) সকালে নিজ উদ্যোগে ২ শত বিশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন । খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল,আলু,পিয়াছ,চিনি চোলা,তেল, ইফতার সামগ্রীসহ নিত্যপণ্য খাদ্য।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং বাজার ব্যবসায়ি কল্যাণ সমতির সভাপতি দিদারুম আলম বাদশা,সাধারণ সম্পাদক সফি সওদাগর ও শাহজাহান।