তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে কিশোরগঞ্জ জেলা থেকে গত শনিবার (৪ এপ্রিল) ও রোববার (৫ এপ্রিল) দুইদিনে পাঠানো মোট ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বস্তির বিষয় হচ্ছে, ৮ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।
সোমবার রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল) তিনজনের ও রোববার (৫ এপ্রিল) পাঁচজনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এই মোট ৮টি নমুনার ৮টিরই রিপোর্ট নেগেটিভ এসেছে। আইপিএইচ কর্তৃপক্ষ মাত্রই আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, এ নিয়ে কিশোরগঞ্জ জেলা থেকে পাঠানো মোট ১৪ জনের কোভিড-১৯ নমুনার মধ্যে ১৪ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে সোমবার (৬ এপ্রিল) আরো দুইজনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে একজন কিশোরগঞ্জ সদর উপজেলার ও অপরজন নিকলী উপজেলার।