নিজস্ব প্রতিবেদক :
দৈনিক ইত্তেফাক ও দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইন ভার্সনে “কেরানীগঞ্জে জামায়াত নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ” শিরোনামে যে খবর প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ ৩০ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“দৈনিক ইত্তেফাক ও দৈনিক আমাদের সময় পত্রিকায় ‘কেরানীগঞ্জে জামায়াত নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ’ শিরোনামে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে খবর প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার সাথে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।
খবরে যাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দেয়া হয়েছে তার সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। ‘বাড়ির চার তলায় ১০/১২ জন শিবির কর্মীরা থাকতো’ বলে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ওখানে কোনো শিবির কর্মী থাকতো না। যেখানে শিবিরের কোনো নেতা-কর্মীই থাকে না, সেখান থেকে পলায়নের ঘটনা অবান্তর। উক্ত বাসা থেকে গত ছয়মাস আগে শিবিরের কর্মীদের গ্রেফতার করার যে কথা বলা হয়েছে তা সঠিক নয়।
বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত না করে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে খবর পরিবেশন একটি হীন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়। কোনো ঘটনা ঘটলেই তার সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা এক শ্রেণির সংবাদ কর্মীর মুদ্রাদোষে পরিণত হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর মিথ্যা খবর পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি এবং আশা প্রকাশ করছি অত্র প্রতিবাদটি যথাস্থানে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”