রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমানের নির্দেশে উপ-পরিদর্শক(এসআই) মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ মিন্নত আলী জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে আজ সকাল ৯.৩০ টার সময় রেজাউল হক মামুন(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। মামুন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাদামতলী সংলগ্ন কাদের মাহান্দার বাড়ির মো: শাহজাহানের ছেলে।এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মো: মাহফুজুর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।