স্টাফ রিপোটারঃ ক্রেতাকে মারপিট করার অপরাধে আলিফ ট্রেডিং এর মালিকের ছেলে আলিফ সহ কর্মচারী গ্রেফতার।
এ ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল রোড এলাকায় চরম উত্বেজনা বিরাজ করছে।
জানা যায়, করোনা ভাইরাসের কারনে দেশের সকল দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সরকার।
রংপুরের সেন্টাল রোডে কাপরের দোকান আলিফ ট্রেডিং এর মালিক বাবুল মিয়া প্রশাসনের তোয়াক্কা না করেই প্রতিদিন দোকান খুলে ব্যাবসা করে আসছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলিফ ট্রেডিং এ ক্রয় করা কাপর পরিবর্তনের জন্য ২ ক্রেতা স্বামী-স্ত্রী দোকানে আসেন। কাপর পরিবর্তন না করে দেওয়ায় দোকান কর্মচারীর সাথে ক্রেতাদের তর্ক-বিতর্ক হয়।
এক পর্যায় আলিফ ট্রেডিং এর মালিক বাবুল মিয়ার ছেলে অালিফের নির্দেশে সকল কর্মচারী মিলে ২ ক্রেতা স্বামী ও স্ত্রীকে ধরে বেধর মার্পিট করেন এবং পুরুষ ক্রেতার মুখের দারি টেনে ছিড়ে ফেলেন। এ ঘটনা দেখতে পেয়ে জাসদ নেতা সাব্বির আহমেদ ও জাতীয় পার্টির নেতা ইউসুফ আহমেদ সহ এলাকার যুব সমাজ এগিয়ে এসে প্রতিবাদ করেন। এলাকার সচেতন নাগরিকরা মালিকের ছেলে অালিফের সহ কর্মচারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশ আলিফ ট্রেডিং এর মালিকের ছেলে অলিফ সহ দোকান কর্মচারীকে গ্রেফতার করেন।