মোহাম্মদ ইকবাল হোসেন,সাতকানিয়া,চট্টগ্রাম :
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের রূপনগর এলাকায় ৬ জনের শরীরে মিললো করোনাভাইরাস। আজ ২৬ এপ্রিল (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। জানা যায়, আক্রান্ত সবাই একই পরিবারের। আক্রান্ত ৬ জনের মধ্যে ৩ জন নারী ও দুই জন কিশোরও রয়েছে। এদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোর, ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা, ৫৬ বছর বয়সী একজন পুরুষ এবং ৪৫ ও ৩২ বছর বয়সী দুই নারী রয়েছেন।