মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে ঈশিতা নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঈশিতার মৃত্যু হয়েছে । সে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের রাখাল চন্দ্র দেবনাথের মেয়ে। জানা গেছে, শুক্রবার রাতে জ্বর-সর্দি নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঈশিতার মৃত্যু হয়েছে। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিন সরকার, চৌদ্দগ্রাম থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন গিয়ে ওই বাড়িটিসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করে। নমুনা রির্পোট আসার আগ পর্যন্ত লকডাউন অবস্থায় তাদেরকে থাকতে হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার । মেধাবী ছাত্রী ঈশিতা রাণীর মৃত্যুতে জয়মঙ্গলপুর সরকারি প্রথমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।