মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকরা করোনা হেল্প গেইট ফান্ড’র উদ্যোগে এবং ডাকরা গ্রামের প্রবাসীদের সার্বিক সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১৫০টি অসহায়-দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাতের আঁধারে কোন প্রকার ফটোসেশন ছাড়াই প্রতিটি পরিবারে চাল, ডাল, আটা, আলু, তেল, পেয়াজ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন “ডাকরা হেল্প গেইট ফান্ড” এর সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া-মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন ডাকরা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। এসময় স্থানীয় ইউপি সদস্য মো. সাহাব উদ্দীন মজুমদার রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ “ডাকরা হেল্প গেইট ফান্ড” এর সদস্যরা উপস্থিত ছিলেন।