মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাড়ে ১২শ’ পরিবারের মাঝে রেমোটেক্স গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি’র নির্দেশনায় রেমোটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের উদ্যোগে উপজেলার একটি পৌরসভা ও তেরটি ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ২ কেজি বুট। এর আগে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে রেমোটেক্স গ্রুপ।