1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমিতে কাজ করে অর্থ যুগিয়ে গরীব ও অসহায় পরিবারের মধ্যে সপ্তাহব্যাপী খাবার কার্যক্রম অব্যাহত রেখেছে একদল উদ্যোমি যুবক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

জমিতে কাজ করে অর্থ যুগিয়ে গরীব ও অসহায় পরিবারের মধ্যে সপ্তাহব্যাপী খাবার কার্যক্রম অব্যাহত রেখেছে একদল উদ্যোমি যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ১৭৭ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দোরান নগর গ্রামের প্রায় ৫০ জন যুবক নিজেরা অন্যের জমিতে কাজ করে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ঘরে থাকা পিছিয়ে পড়া এলাকার দুস্থ ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর কাজ অব্যাহত রেখেছে । সারাদিন কাজ করে যে অর্থ সংগ্রহ হয় সে অর্থ দিয়ে তারা অসহায় ও দুস্থ মানুষের কাছে বেলা শেষে চাল-ডাল-তেল-লবণ পৌঁছে দেয় । প্রায় এক সপ্তাহ ধরে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে । এতে তাদের এ পর্যন্ত আয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ওই গ্রামের সাবেক মেম্বার রমেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এই গ্রামের যুবকরা এ মহৎ কাজটি করছেন।

এ ব্যাপারে রমেশ চন্দ্র ঘোষ জানান ,আমাদের হিন্দু অধ্যুষিত ও নদী ভাঙ্গন কবলিত এলাকা এখানে আমরা সরকারি সাহায্য-সহযোগিতা ও কম পেয়ে থাকি তাই নিজেরা নিজেদের মতো কাজ করে এই পরিস্থিতির মোকাবেলা করতে চেষ্টা করছি ।

এব্যাপারে শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক দীনেশচন্দ্র বিশ্বাস জানান, আমি নিজ হাতে কাজ করছি এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট লাঘব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম