মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলায় প্রথম বারের মত একজন নারী ও একজন পুরুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম সংবাদটি নিশ্চিত করেছেন। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ২ টি করোনা পজেটিভ। তাদের মধ্যে সদর উপজেলার পৌর এলাকার পাগলাকানাই নামক পাড়ার এক জন নারী (৩৫) এবং কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে একজন পুরুষ (৩২) রয়েছে। আক্রান্ত পুরুষ ফরিদপুর উপজেলার ভাঙ্গায় শ্রমিকের কাজ করতো এবং আক্রান্ত নারী স্বামীর চিকিৎসাজনিত কারনে ঢাকা যায় এবং গত ২০ তারিখ ঢাকা থেকে ফিরে আসে। তাদের দুইজনকেই নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।