মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের পাগলাকানাই ইউনিয়নে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যানকে লাঞ্চিত করেছে ত্রাণ বঞ্চিতরা। পুলিশ জানায়, আজ সকালে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েক’শ নারী পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এসময় চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম এক নারীর সাথে অসৌজন্যমুলক আচরণ করলে উপস্থিত বিক্ষোভকারীরা তাকে লাঞ্ছিত করে। সেসময় তার সহযোগিরা এসে তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।