মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে ঝিনাইদহ পৌর এলাকার ভূটিগাতী গ্রামে স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান মাসুমের পক্ষ থেকে এলাকার ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে গোল বৃত্ত একে আগতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পর্যায়ক্রমে আরও ১৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী মিজানুর রহমান।