মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, ছোলা, মুড়ি, সেমাই, খেজুর, গুড়সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে করোনা থেকে বাংলাদেশ ও বিশ্বকে মুক্ত করতে বিশেষ দোয়া করা হয়।