এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড গাজীবাড়ী পুকুরপাড় আলোকিত জাতি গঠনের প্রত্যয়ে অন্তিম আলো ফাউন্ডেশন নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।সোমবার সকালে গাজী বাড়ী পুকুরপাড় সরকারি নিয়ম মেনে ৩শ’ গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নোটারী ক্লাব অব টঙ্গীর চেয়ারম্যান নোটারিয়ান মো: বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর হাসান সায়েদ, ইমান হোসেন রাব্বী, সজিব আহমেদ, জোনায়েদ হোসেন রিপন, মো: সোহেল মিয়া, আল মামুন, নয়ন খান দিপু, মো: মনির হোসেন, ফয়সাল আহমেদ, আল আমিন, রনি আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান নোটারিয়ান বিল্লাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৩শ’ পরিবারের মাঝে চাউল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, ডাল, সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডে কোন লোক অনাহারে থাকবে না। কারো খাদ্যের অভাবে হবে না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এর নির্দেশে আমরা সতর্ক আছি। সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে যাবে।