এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী পূর্ব থানা গরীব ও অসহায় মানুষের মাঝে যুব-মহিলালীগের উদ্যেগে শুক্রবার বিকেলে নতুন বাজার এলাকায় কয়েক শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশে টঙ্গী পূর্ব থানা যুব মহিলালীগের সভানেত্রী সুলতানা শোভার উদ্যগে সবজি বিতরণ করা হয়। থানা যুব মহিলালীগের সভানেত্রী সুলতানা শোভা জানান, আমি ও আমার প্রিয় সংগঠন যুব মহিলালীগের পক্ষ থেকে সংগঠনের নেত্রীদের নিয়ে আমাদের প্রিয় নেতা ও গাজীপুর মাঠি ও মানুষের নেতা ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র নির্দেশে দেশে চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলা ও জন-সচেনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রকার প্রচারনার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা যুব মহিলালীগের প্রচার ও প্রকাশনা সম্পাদিকা ইয়াসমিন আক্তার, আওয়ামী মহিলালীগ নেত্রী পারভিন আক্তার, মহিলা শ্রমিকলীগ নেত্রী রেহানা ইয়াছমিন-সহ অন্যান্য নেত্রীবৃন্দ।