এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-টঙ্গীতে চলছে ভাড়াটিয়াদের উপর বাড়িওলাদের জুলুম-নির্যাতন। এই লকডাউন এ যেখানে বাড়িওয়ালারা সহনশীল হবেন সেখানে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। ভাড়াটিয়ারা অত্যাচার সহ্য করতে না পেরে থানায় এসে অভিযোগ করছেন।
জানাযায় দেলোয়ার হোসেন(২৯)নামে একজন ভুক্তভোগী পাগাড় থেকে এসে থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন গত ১১মাস ধরে তিনি বিবাদী মোহাম্মদ জিকু মিয়ার বাসায় থাকেন। কিন্তু বাড়িওয়ালার ব্যবহার খারাপ হওয়ার কারণে তিন মাস আগে তিনি বাড়ি ছাড়বেন বলে বাড়িওয়ালাকে নোটিশ দেন।এতে বাড়িওয়ালা ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এবং বাড়ির দেয়ালের রং নষ্ট হয়েছে বলে অতিরিক্ত ৫৫৮০ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।এ বিষয়ে বাড়িওয়ালা মোহাম্মদ জিকু মিয়াকে ফোন করলে তিনি বলেন সে যত বড় ক্ষমতাশালী হোক আমার বাড়ির রং এর টাকা দিয়ে যেতে হবে।
এতে ভাড়াটিয়া দেলোয়ার হোসেন টংগী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাহার নং৫৮৬/১৯,০৪,২০২০
এ বিষয় টংগী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন , বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।