এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
মহামারি করোনা ভাইরাসের সংক্রামন থেকে বাঁচাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিভিন্ন ভাবে সাধারণ জনগণকে সচেতনতা করা হলেও লোক সমাগম ঠেকানো যাচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। দূরত্ব বজায় না রাখার কারণে এলাকার জনগণের ঝুঁকির সম্ভবনা রয়েছে।
এ কারণে এলাকার জনগণের কথা চিন্তা করে সামাজিক দূরত্ব বজায় রাখতে অত্র থানাধীন কাঁচা বাজার গুলো স্থানান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), জিএমপি, এর নিদের্শনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে টঙ্গী সরকারি কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমি ও কলেজ মাঠে কাচাঁমালের বাজার বসানো হয়েছে। প্রতিদিন সকাল ০৬ঃ০০ টা থেকে দুপুর ০২ঃ০০ রা পর্যন্ত এখানে কেনাকাটা চলবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল নাসির উদ্দীন মোল্লা, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক।