এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি,
কর্পোরেশনের মেয়র এড. আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম গত শনিবার রাতে টঙ্গী প্রেসক্লাব পরিদর্শনে আসেন। এ সময় ক্লাবের সাংবাদিকদের সাথে নগরীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় সাংবাদিকরাও বিভিন্ন বিষয়ে গাসিক মেয়র কে অবগত করেন। পরে টঙ্গী প্রেসক্লাবের সকল সদস্যদের খোঁজ-খবর নেন। এসময় মেয়র সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করে বর্তমান সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস থেকে সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য পরামর্শ দেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। পরে প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে মেয়র মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানান।