সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম বিল্লাহ শান্ত (৪৩)।
কারাকর্তৃপক্ষ থেকে জানা গেছে, গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়ে শান্ত। পরে তাৎক্ষনিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। মৃত মুক্তার সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে বলে জানা গেছে।