সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। নতুন ৭ জনের মধ্যে হরিপুরে ৪ , বালিয়াডাঙ্গীতে ১ ও পীরগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। এরা নারায়গঞ্জ থেকে এসেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত জেলার মোট ৫শ২৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি গেছেন। অন্যদের কে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার একজন ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকার ২ জন বাসিন্দা করোনায় সনাক্ত হয়েছেন।