সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাসের (কভিড-১৯) উপস্থিতি পাওয়ার একদিন পরেই আরো একজনের শরীরে করোনা পজেটিভ আসছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা:মাহ্ফুজার রহমান সরকার।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৬-এ । আক্রান্ত ওই ব্যক্তি(২৮) জেলার রাণীশংকৈল উপজেলার বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা: মাহ্ফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন,রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে শনিবার বিকালে ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি ঢাকা ফেরত কিনা জানতে চাইলে সিভিল সার্জন বলেন,এ বিষয়ে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করতে জেলার সদর হাসপাতালের একটি মেডিকেলটিম ওই উপজেলা পাঠানো হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার (১৭এপ্রিল) ৭বছর বয়সী এক শিশু ও যুবকের শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়। ওই দুই আক্রান্তদের একজনের বাড়ি হরিপুর মালিপাড়া চোরাঙ্গী গ্রামে ও অপরজনের বাড়ি রাণীশংকৈল উপজেলায় বলে জানায় স্বাস্থ্য বিভাগ ।
এর আগে যাদের দেহে করোনা ধরা পড়েছিল তাদের মধ্যে হরিপুরের ডাঙ্গীপাড়া গ্রামের একই পরিবারের দুজন এবং পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের ১জন ।
সিভিলসার্জন কার্যালয় সুত্রে হতে জানা গেছে,শুরু থেকে এ পর্যন্ত ২শ ৭২ জনের নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ৬জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় । আক্রান্তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক বলেন আগের ৩ জন সুস্থের পথে ।
সাদ্দাম হোসেন