সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও।ঠাকুরগাঁও সদর উপজেলা সেনুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো.মাসুদ রানা(২০) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মোজাতিপাড়া গ্রামের বাসিন্দা। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
উপজেলা প্রশাসনসুত্রে জানা গেছে,দন্ডিত মাসুদ রানা দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে নদী থেকে বালু উত্তোলন করত। পরে এ সব বালু সে বিক্রি করে দিতো মানুষের কাছে। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ সেখানে ছুটে যান। পরে তিনি বালুর ট্রাক্টর সহ তাকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।