ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি ভাবে ত্রাণের কার্ড করে দেয়ার কথা বলে এক সব্জি বিক্রেতার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে মনতাজুর রহমান বিপুল(৫৪) নামে এক আইনজীবীর বিরুদ্ধে।
বুধবার দুপুরে ওই আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পৌরসভার জজ কোর্টের সামনে এক সবজি বিক্রেতাকে সরকারি ত্রাণের কার্ড করিয়ে দেয়ার কথা বলে প্রায় ২হাজার ৫শ টাকা নেয় মনতাজুর রহমান বিপুল । টাকা নেয়ার পরে তিনি কার্ড না করিয়ে দিয়ে বিভিন্ন অযুহাত দেখান। আজ পুনরায় ওই সব্জি বিক্রেতাকে জেলা জজকোর্ট চত্তরে ডেকে নিয়ে ভিবিন্ন টালবাহানা করছিলো ।
এ সময় খবর পেয়ে সেখানে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ওই আইনজীবী ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে দশ হাজার টাকা জরিমানা করেন,একই সাথে ভুক্তভোগীর টাকা ফেরৎ দেয়ারও নির্দেশ প্রদান করেন তিনি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।