সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : বাসে চড়ে ধান কাটতে গেলেন হাওড় অঞ্চলের নেত্রকোনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২৬জন কৃষি শ্রমিক ।বৃহস্পতিবার বিকালে তারা যাত্রা করেন ।
উপজেলার পারকুন্ডা গ্রামের নুর আলম ও আবু তালেব বলেন, এলাকায় এখন কাজ নেই । এই সময়ে বাড়িতে বসে না কী হবে ! করোনায় খাদ্যসংকট মোকাবেলা যেনএকটা যুদ্ধ। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, তবে এই যুদ্ধে অংশ নিতে আমরা যাচ্ছি হাওড়ে ।
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা বলেন কৃষি শ্রমিকদের কর্মসংস্থান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় শ্রমিকদের পাঠানো শুরু হয়েছে ।
এ ব্যপারে জেলা কৃষি বিভাগের উপ- পরিচালক আবতাফ হোসেন জানান, আরও শ্রমিক যাবে ধান কাটতে তাদেরও তালিকা করা হচ্ছে ।