♦
“তুমি মানুষ, নাকি অন্য কিছু”
– মোঃ রায়হান সিরাজী
তুমি মানুষ, নাকি অন্য কিছু,
নাকি হিংস্র জানোয়ার?
তুমি মনুষ্যরুপী নির্লজ্জ দানব,
তুমি ঘৃণিত কুলাঙ্গার।
তুমি নষ্ট পথের, নষ্ট পথিক,
তুমি দক্ষ মুখোশধারী,
খুলেছে এবার লেবাস তোমার,
তুমি ফটকা মজুদদারী।
তুমি চোর, তুমি বাটপার,
তুমি ক্ষুধার্তের দুশমন,
বছর জুড়ে খেয়েছো শুধু
করেছো কতো লুন্ঠন ?
কত্তো বড় বেহায়া তুমি!
তুমি বুঝোনি মহামারী,
ভিখারীর ত্রান করেছো চুরি,
তুমি দেখোনি অনাহারী।
তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়,
তুমি জাহান্নামের কীট,
মেরেছো লাথি,গরীবের পেটে
করেছো তাদের চীট।
কথামালার জনদরদী তুমি,
তুমি আস্ত একটা ভন্ড,
হও হুঁশিয়ার, ক্ষোভ বেশুমার,
নচেৎ,জনতাই দিবে দন্ড।
নিজ গৃহের বোঝা তুমি
সমাজের বিষাক্ত সাপ,
দেশের জন্য অভিশপ্ত তুমি
খোদায় করবেনা মাফ।
সময় হয়েছে শুদ্ধ হবার
ছুটিওনা লোভের পিছু,
তবেই কেহ বলবেনা আর,
তুমি মানুষ, নাকি অন্য কিছু ?
লেখকঃ কবি সাহিত্যিক ছরাকার ও নাট্য ব্যক্তিত্ব
প্রভাষক, মোঃ রায়হান সিরাজী
বিঃদঃ এ কথা অবলীলায় বলা যায় যে, চোর নামক এসব নরপশুরা দেখতে মানুষের মতো হলেও, বৈশিষ্ট্য বিবেচনায় এরা রক্তচোষা হিংস্র জানোয়ার। এদের নেই কোন ধর্ম, নেই অন্য কোন পরিচয়। এদের পরিচয় এরা নিজেই। এদের কোন দল নেই, কিংবা এরা কোন দলের হতে পারে না। এরা করোনার চেয়েও ভয়ংকর। এরা সর্বজন স্বীকৃত ভদ্র আবরণের অভিশপ্ত চোর সম্প্রদায়। এরা জাতীয় দুশমন। আর এই “জাতীয় দুশমনদের” উদ্দেশ্যেই, কেবলমাত্র উপরের লেখাটির অবতারণা।