রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সেক্টরের তত্বাবোধনে ও ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় করোনা দুর্যোগে শিকার দিনাজপুর ও ঠাকুরগঁাও সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ১ হাজার ৮শ কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনাজপুর ও ঠাকুরগঁাও জেলার বিজিবি’র ১৯টি বিওপি’র দায়িত্বপুর্ন এলাকার ১ হাজার ৮ শত কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ত্রান বিতরন করা হয়। বিতরণকৃত ত্রাণের মধ্যে রয়েছে চাল,ডাল,আটা,তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
আজ বুধবার দিনাজপুরের বিরলের ধর্মজান বিওপি’র দায়িত্বর্পর্ন এলাকা ধর্মজান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান বিতরন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খান। এসময় উপস্থিত ছিলেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিমসহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের অধিনায়ক,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ারসাংবাদিকসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বার,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।