বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চলমান স্থবির জীবনযাত্রায় দুই শতাধিক গৃহহীন অসহায় দুঃস্থদের জন্য একবেলা খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। যা চলমান থাকবে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন স্পটে প্রায় দুই শতাধিক দুস্থদের মাঝে রাতের খাবারের প্যাকেট বিতরণ করার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করে সংগঠনটি।
এর আগে চট্টগ্রাম শহরে ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে চবি ছাত্রদল। এই উদ্যোগ বাস্তবায়নে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং নগর বিএনপির সভাপতি ও স্থগিত হওয়া চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেন সার্বিক সহযোগিতা করছেন।
এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে দেশব্যাপী ছাত্রদলের চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য আমরা রাতের খাবার পৌঁছে দিচ্ছি। পাশাপাশি চট্টগ্রাম শহরের ফ্লাইওভারের নিচে ও ফুটপাতে রাত্রিযাপন করা ঘরহীন অসহায় মানুষদের জন্য রমজানজুড়ে প্রতিদিন একবেলা রান্না করা খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। এছাড়াও দু-একদিনের মধ্যে ফোনকল ও নানান উৎস হতে প্রাপ্ত তথ্য অনুসারে ক্যাম্পাসের অভ্যন্তরে ও পাশ্ববর্তী এলাকায় অর্ধশতাধিক সংকটাপন্ন পরিবারের জন্য ইফতার সামগ্রী সম্বলিত “উপহার সামগ্রী ” ঘরেঘরে পৌঁছে দিব আমরা ” টিম-চবি ছাত্রদল”।