মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দুনিয়া কাঁপানো করোনা ভাইরাসে সংক্রমণ দ্রুতহারে বাড়ছে দক্ষিণ এশিয়ায়। ১৩০ কোটি লোকের দেশ ভারতে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। সেখানে এ পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন। এ অবস্থায় দেশব্যাপী চলমান লকডাউন পরবর্তী ঘোষণার পূর্ব পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তানে আক্রান্তের সংখ্যা ৫৫৫ ছাড়িয়েছে, মারা গেছেন ৭ জন। কোভিড-১৯ মোকাবিলায় দেশটিকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ^ব্যাংক। পাকিস্তানে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার। সেখানে মারা গেছেন ৭১ জন। মালদ্বীপে ১৯ জন আক্রান্ত হলেও সেখানে কারো মৃত্যুর খবর মেলেনি এখনো। নেপালে আক্রান্ত ৯ জন, মৃত্যু নেই কোনো। শ্রীলঙ্কায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ২০০ মানুষ, মারা গেছেন ৭ জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬২১, মারা গেছেন ৩৪ জন। দেশব্যাপী লকডাউন আরো ১১ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
এছাড়া দক্ষিণ এশিয়ার নিকটবর্তী ইরানে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। সেখানে মারা গেছেন ৪ হাজার ৪০০ মানুষ। ইরাকে আক্রান্তের সংখ্যা ১২৮০, মারা গেছেন ৬৯ জন। রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬০০ জন এবং মৃতের সংখ্যা ১০৬। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে ইতোমধ্যে, মারা গেছেন ৫২ জন। সেখানে জারি থাকা করোনা-কারফিউ পরবর্তী নির্দেশ না দেয়া অবধি বহাল রাখার কথা বলেছেন সেদেশের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
ভারতের কর্মকর্তারা জানান, লকডাউন জারি না করা হলে ভারতে আক্রান্তের সংখ্যা ১৫ এপ্রিলের মধ্যে আট লাখ ২০ হাজারে পৌঁছাতো। গত শনিবার রাতে আরো তিনটি ‘করোনা-হটস্পট’ চিহ্নিত করেছে দিল্লি। এ নিয়ে সেখানে হটস্পটের সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৩৩। সংক্রমণ নিয়ন্ত্রণে হটস্পটগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এলাকাগুলোর বাসিন্দাদের ঘরবাড়ি থেকে বের হওয়ার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়েছে। আক্রান্তের সংখ্যায় দেশটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন, মারা গেছেন ১২৭ জন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আরেকটি হটস্পট এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে আক্রান্তের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে মারা গেছেন ৪ জন। পাঁচ কিলোমিটার জায়গা নিয়ে বেড়ে ওঠা এই বস্তিতে অন্তত ১০ লাখ লোকের বাস। ৫-৬ জন মানুষ গাদাগাদি করে থাকেন প্রতি রুমে। সেদেশে আরেকটি হটস্পট ভারতের সবচেয়ে দূষণমুক্ত শহর হিসেবে স্বীকৃত ইন্দোর। মধ্যপ্রদেশে মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৭ জনই এ শহরের বাসিন্দা।
এদিকে প্রায় অপরিবর্তিতই রয়েছে বিশ্বজুড়ে করোনা সংকটের পরিস্থিতি। চীন থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাস মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই লাখো মানুষের প্রাণ কেড়েছে বিশ্বজুড়ে, আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৭ লাখ। ২০ হাজারের বেশি মৃত্যু নিয়ে মৃতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ সময় পর্যন্ত ইতালিতে মারা গেছেন সাড়ে ১৯ হাজার, স্পেনে ১৭ হাজার এবং ফ্রান্সে ১৪ হাজার। আক্রান্তের খতিয়ান অনুসারে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫ লাখ ৩০ হাজার, স্পেনে ১ লাখ ৬৬ হাজার, ইতালিতে ১ লাখ ৫২ হাজার, ফ্রান্সে ১ লাখ ৩০ হাজার, জার্মানিতে ১ লাখ ২৫ হাজার, চীনে ৮৩ হাজার এবং ব্রিটেনে ৮০ হাজার। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টানা তিন রাত আইসিইউতে কাটানোর পর খানিকটা সুস্থ হয়ে উঠে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। দেশটিতে গত রবিবার পর্যন্ত কোভিড-১৯ রোগে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। বিবিসি জানায়, আইসিইউ থেকে বেরিয়ে জনসন তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেবল ধন্যবাদ জানানোই যথেষ্ট হবে না। তাদের কাছে আমার আজীবনের ঋণ। তবে আগামী কয়েক সপ্তাহের আগে তিনি কাজে ফিরতে পারছেন না বলেও জানায় বিবিসি।