কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁয় ২৪৫ পিচ ভারতীয় ইয়াবা সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলো নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের আসাব্বর হোসেনের ছেলে সুমন হোসেন (৩০), বদলগাছি উপজেলার রনাহার গ্রামের আবুল হোসেনের ছেলে শাহিন হোসেন(৩৮) এবং তার স্ত্রী শাহনাজ বেগম (২৪)।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে
বদলগাছী উপজেলার চাংলা গ্রাম হতে তাদেরকে আটক করা হয়েছে।
অন্যদিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৬৫) কে ১৩০ পিচ ইয়াবা সহ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নওগাঁর বদলগাছি উপজেলার রনাহার গ্রাম থেকে আটক করা হয়েছে।
নওগাঁ ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান, এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।