সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি :
মুকসুদপুর থানার আরো ১ পুলিশ সদস্যসহ গোপালগঞ্জে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১৭ পুলিশ সদস্যসহ জেলায় মোট ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বিষয়টি নিশ্চত করেছেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। বিগত কয়েকদিনের তুলনায় গত ৪৮ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলেও আইসোলেশনে থাকা কোনো রোগীই
এখন পর্যন্ত সুস্থ হয়নি।
সিভিল সার্জন আরো জানান, নতুন আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে সদর
উপজেলার শুকতাইল গ্রামের বাড়িতে আসেন। এছাড়া মুকসুদপুর থানার আরো এক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১৭ পুলিশ সদস্য ছাড়া ১৪
জন ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গোপালগঞ্জে এসেছেন বাকী একজন সদর
উপজেলা অন্য রোগী থেকে সংক্রমিত হয়েছে। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলা
আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৫,
টুঙ্গিপাড়ায় ৫, কাশিয়ানীতে ৪ এবং কোটালীপাড়া উপজেলায় ১ জন
করোনায় আক্রান্ত হয়েছেন।