#
ওরা নর্দমার পচা কীট,
গলাপচা দুর্গন্ধময় ওদের বিবেক
ওরা ক্ষুধার জ্বালা সইতে না পেরে
স্বীয় সম্ভ্রমেও বসায় থাবা।
ওরা জ্বলন্ত হাবিয়া,আগুনের ফুল্কি
ওরা পাপীষ্ট,অন্ধ, ওরা বধীর!
ওরা ভয় করে নাকো আল্লাহ-নবীর।
ওরা পাপী পশুর চেয়েও নিকৃষ্ট
ওরা পঞ্চইন্দ্রিয় অধিকারী শয়তান।
ওরা জীবন্ত দেহ খুবলে খায়
নিস্পাপ শিশু,বৃদ্ধা, রেহাই না পায়
ওরা মস্তিষ্ক বিকৃত মহাদানব।
ওদের লালসায় রক্তাক্ত অবলা নারী
ওরা কুৎসিত কদাকার।
ওরা নরপিশাচ!
গর্ভজাত মা এর কলংক
ওরা নারীর অভিশাপ
ওরা অভিশপ্ত জীবন্ত লাশ!