রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজ গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ইস্কান্দার মির্জা শামীম।শামীম মির্জা করোনা আতঙ্কে কোম্পানীগঞ্জ উপজেলার দুঃখ কষ্টে নিমজ্জিত মানুষের সহায়ক হয়ে পাশে দাঁড়াতে পর্যায়ক্রমে অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে যাবেন বলে নিশ্চিত করেছেন। খাদ্য সামগ্রী বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন ও বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র আব্দুল কাদের মির্জাসহ আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।