জাফরুল আলম : চলমান করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ থেকে বাংলাদেশও রেহাই পায়নি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। সেই সাথে যুক্ত হচ্ছে লকডাউন জেলা ও অঞ্চল। বন্ধ হয়ে আছে আয় রোজকার। এমতাবস্থায় নিম্নআয়ের মানুষগুলি চরম বিপাকে। এ অবস্থায় সরকার, বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে অনেকেই নিম্নবিত্তদের পণ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।
মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেত্রী ও সমাজসেবক শিউলী শবনমও এগিয়ে এসেছেন নিম্নবিত্তদের পাশে। পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের মিরকাদিমে কয়েকধাপে ত্রাণ বিতরণ শেষে এখন অবস্থান করছেন চট্টগ্রামে স্বামীর বাড়িতে। কিন্তু থেমে নেই এই নেত্রী। দাঁড়িয়েছেন নিম্নবিত্ত অসহায়দের পাশে।
শুক্রবার পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম ১৯ নং দক্ষিণ বাকলিয়াবাসীর মাধ্যমে পণ্যসামগ্রী বিতরণ করেন। এর মধ্য ছিল- চাল, ডাল, অালু, পেয়াজ, মুরগিসহ নিত্যপণ্য। শিউলী শবনম বলেন, ‘এটা ভালোবাসার সামান্য কিছু উপহার। আমি যতোদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাবো। গরিবের পাশে থাকবো।’
মুন্সীগঞ্জ মিরকাদিমের জনপ্রিয় খ্যাত এই নারী নেত্রী আরও বলেন, ‘আমি মুন্সীগঞ্জের মানুষের পাশে অাছি, থাকবো। মানুষের সেবা করেই বাকিটা জীবন কাটাতে চাই।’ মুন্সীগঞ্জবাসীর পাশে যেমন আছি, তেমনি স্বামীর এলাকায় অসহায়দের জন্যও সাধ্যমত কাজ করে যাবো। তাই রমজানের আগেই এসব অসহায়দের জন্য যতোটুকু পারছি, করছি। যতোটুকু সাধ্যতা থাকবে গরীবের জন্য আমার সহযোগীতার হাত প্রসারিত করতে চাই।
সমাজসেবক শিউলী শবনম তার মরহুম শ্বশুর-শাশুড়ির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মহামারির এ সময় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদেরও অনুরোধ করেন। ত্রাণ বিতরণের সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বামী ইয়াকুব চৌধুরী নাজিম, ছেলে ইবনে সিনা চৌধুরী নাইস, মেয়ে সাবরিনা নাজিম চৌধুরী ইয়ামনিসহ পরিবারের অন্য সদস্যরা।
জানা যায়, শিউলী শবনমের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার মিরকাদিমে। মিরকাদিমের নূরপুরে পৈত্রিক বাড়ি হলেও জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। এগিয়ে এসেছেন অসহায়দের জন্য। তাই ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই নেত্রী। জয় করে নিয়েছেন মানুষের মন।