মাহবুবুর রহমান: করোণা সংক্রমণ ভাইরাস এর কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে আনতে অনলাইন ভিত্তিক ক্লাস ব্যবস্থা চালু করেছে চৌমুহনী সরকারি এস এ কলেজ।
কয়েকজন শিক্ষার্থী অনলাইন পেজে কমেন্টে জানান, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সিলেবাসে গ্যাপ পড়ে যায়। অনলাইন ব্যবস্থার মাধ্যমে ক্লাস চালু করায় আমরা আশা করছি আমাদের সিলেবাসের যে গ্যাপ পড়েছে আমারা তা কাটিয়ে উঠতে পারবো করতে ।
গোলাম হায়দার নামে এক অভিভাবক জানান, ছেলেরা এ সময়ে অনেকটা অবসর সময় কাটাচ্ছিল। অনলাইন এ ক্লাসের মাধ্যমে আসা করছি তাদের পাঠের সহায়ক হবে।
অনলাইন শিক্ষা ব্যবস্থার বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহপরান বলেন, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা মহামারীর এ সময়ে অবসর সময় গুলো থেকে তাদের সিলেবাস শেষ করতে পারবে।
এ বিষয়ে চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সিলেবাসে যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে আমরা এমন উদ্যোগ গ্রহণ করি।
এবং “চৌমুহনী সরকারি এস.এ কলেজ” নামে পেইজে সিলেবাস ভিত্তিক ধারাবাহিক লেকচার প্রকাশ করা হচ্ছে। আশা করছি এতে তারা অনেক উপকৃত হবে।
তিনি আরো জানান, আমরা এ ক্লাস ব্যবস্থা গত ৬ এপ্রিল থেকে চালু করেছি। ইতোমধ্যে শিক্ষার্থীরা এ ব্যবস্থাকে ভালোভাবে গ্রহণ করছে।