মাহবুবুর রহমান : নোয়াখালী হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট থেকে ওমান ফেরত ১১ জন প্রবাসীকে মাইনুদ্দিন বাজার ক্যাম্প প্রাতিষ্ঠানিক কোয়ান্টারাইনে রাখা হয়েছে।
শনিবার বিকালে ওমান থেকে আসা ১১ জন প্রবাসী চেয়ারম্যানঘাট হয়ে হাতিয়া যাওয়ার সময় তাদের চর হরণী ইউনিয়নের মাঈনুদ্দিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ান্টারাইনে রাখা হয়।
তারা হলেন,হাতিয়াউপজেলার নিঝুমদ্বীপের নবীর উদ্দিন,খান সাব, নিশান পিং জাহাজমারা ইউনিয়নের মোঃ ফরিদ, মো.বেলাল, সবুজ,রুবেল উদ্দিন,ওসমান গনি,সালাউদ্দিন শাহাবুদ্দিন সোনা দিয়া ইউনিয়নের মো.আকতার মো.আলাউদ্দিন মাইজচরা,সোনা দিয়া, প্রমুখ।
এ বিষয়ে মাইনুদ্দিন বাজার ক্যাম্প ইনচার্জ রমজান আলী জানান, তারা ওমান থেকে শনিবার চেয়ারম্যানঘাট হয়ে হাতিয়া যাওয়ার সময় আমরা খবর পেয়ে তাদের হোমকোয়ান্টারাইনের বিষয়টি নিশ্চিত করে তাদেরকে মাইনুদ্দিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ান্টারাইনে রাখা হয়েছে।