মাহবুবুর রহমান: নোয়াখালী চৌমুহনীতে গ্লোব পারিবারের আয়োজনে ফুটপাতে পড়ে থাকা শতাধিক ছিন্নমুল, দুস্থ অসহায়দের মাঝে স্বাস্থ্য সম্মত দুবেলা প্যাকেটজাত খাবার বিতরণ করছেন গ্লোব সফট ডিংক্স গ্রুফের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সিরাজুল ইসলাম স্বপন।
বুধবার দুপুরে চৌমুহনী শহরের রেল গেইট সহ বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়। খাবার দিতে আসা মানুষে জানান করোণা রোগের কারনে সবকিছু বন্ধ থাকায় আমাদের মত অসহায় মানুষদের জন্য এ খাবারটুকু অনেক উপকার হচ্ছে।
এ বিষয়ে গ্লোব সফট ডিংকস গ্রুফের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন জানান, আমরা গ্লোব পরিবারের পক্ষ থেকে সমাজের ছিন্নমূল ও দুস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করে এই খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করি এবং প্রতিদিন দুইবেলা করে এই দুঃস্থ অসহায়দের মাঝে বিতরণের আয়োজন করে থাকি একই সাথে এই সংকট না কাটা পর্যন্ত আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
তিনি আরো জানান আমরা এই খাবারগুলোর সামাজিক দুরুত্ব বজায় রেখে সরবরাহ করছি যেন করোনা সংক্রামক না ছড়াতে পারে। এ জন্য খাবার গুলো প্যাকেটজাত করে সরবারহ করা হচ্ছে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, চৌমুহনী কলেজের সাবেক ভিপি টুটুল সহ বিভিন্ন নেতৃবৃন্দু।