মাহবুবুর রহমান : নোয়াখালী সোনাইমুড়িতে ইতালী ফেরত প্রবাসী মৃত মোরশেদ আলমের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের পজিটভ পাওয়া গেছে ।
শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন মুমিনুর রহমান জানান, গত শুক্রবার সকালে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার মৃত মোরশেদ আলম জ্বর সর্দি-কাশি নিয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইইউডিআরসিতে পাঠালে তাদের রিপোর্ট সকালে আমাদের কাছে পৌঁছে সেখানে তাঁর করনা পজিটিভ পাওয়া যায়।
এ বিষয়ে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, আমরা সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নকে বিশেষ লগডাউন ঘোষণা করেছি।নিহতের সকল আত্মীয় ও পরিবারের সকল সদস্যদের হোমকোয়ারেন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য যারা ওনার স্পর্শে ছিল তাদেরও নমুনা সংগ্রহ করা হবে আর লাশ ঢাকায় সংরক্ষণ করা হবে আমরা ইতিমধ্যে সেই স্থানটি পরিদর্শন এবং তাদের এ ব্যাপারে তদারকি ব্যবস্থা জোরদার করছি।
ইতোপূর্বে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলাকে আজ সকাল ৬টা থেকে লকডাউনের আওতায় নিয়ে আসেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।