গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) :
চট্টগ্রাম পটিয়ায় মান বহির্ভূত (মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,পিপিই)/ব্রান্ডেড ঔষধ মজুত ও বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয়,মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও বিক্রয়ের জন্য মওজুদ রাখায় পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বলাকা ফার্মেসীকে ১৫,০০০/- দি সেবা ফার্মেসীকে ১৫,০০০/-নিউ খাজা ফার্মেসীকে ১০,০০০/- এবং সেতু ফার্মেসীকে ৬,০০০/- টাকাসহ সর্বমোট ৪৬,০০০/ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা।
ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এবং পুলিশ,পটিয়া। তিনি বলেন জনস্বার্থে প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান বলেন,সব দোকান বন্ধ থাকলেও ফার্মেসি ২৪ ঘন্টা খোলা রাখা হয়েছে মানুষ যেন ভালো মানের ঔষধ,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার পায় কিন্তু অসাধু ব্যবসায়ীরা বিপরীতটাই করছে। কয়েকটি ফার্মেসিকে জরিমানা এবং সতর্ক করা হয়েছে।