আলমগীর হোসেন, খাগড়াছড়ি :
মানিকছড়িতে কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত টাকা ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্টান কে প্রদান করা হয়েছে।
প্রতিষ্টান গুলি হলো (১) মানিকছড়ি কাশেমুল উলুম মাদরাসা ও এতিমখানা” (২) দারুন্নাজাত হিফজুল কোরআন বালক-বালিকা একাডেমি”।
প্রাণঘাতি করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত মানিকছড়ি উপজেলার ১০টি কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ১০টি কওমী মাদরাসার প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
অনুদানপ্রাপ্ত মাদরাসা গুলো হলো, মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ২০ হাজার টাকা, তিনটহরী হযরত খাদিজাতুল কোবরা(রা) মহিলা মাদরাসা ২০ হাজার টাকা, তিনটহরী মহিউসুন্নাহ মাদরাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা, মানিকছড়ি কাশেমুল উলুম মাদরাসা ও এতিমখানা ১০ হাজার টাকা, মদিনাতুল উলম মহিলা মাদরাসা ও এতিমখানা ১০হাজার টাকা, ডাইনছড়ি বাজার হযরত আবু বকর (রা) নুরানী মাদরাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা, আমতলী মারাকাতুল ইসলাম নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ১০ হাজার টাকা, গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদরাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা, দারুন্নাজাত হিফজুল কোরআন বালক-বালিকা একাডেমেিত ১০ হাজার ও লেমুয়া নুরানী তাফিজুল কোরআন মাদরাসা ১০হাজার টাকার চেক প্রতিষ্ঠান প্রধানের হাতে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত টাকা দুইটি ব্যক্তিগত ব্যাবসায়ী প্রতিষ্টান কে প্রদান করায় এতিম মাদ্রাসার নাম তালিকা থেকে বাদ পরেন।
ব্যক্তিগত ব্যাবসায়ী শিক্ষাপ্রতিষ্টান “মানিকছড়ি কাশেমুল উলুম মাদরাসা ও এতিমখানা” উল্লেখ করে এই চেক গ্রহন করেন ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্টানের প্রধান আবুল বশর।
আবুল বশর জানান আমদের থেকে মাদ্রাসার নাম তালিকা চেয়েছে আমরা তালিকা দিয়েছি আজ চেক দিয়ে।
অন্যদিকে “দারুন্নাজাত হিফজুল কোরআন বালক-বালিকা একাডেমি” নামেও চেক প্রদান করা হয়।
আসলে এই দুইটি প্রতিষ্টান ব্যক্তিগত ব্যাবসায়ী শিক্ষা প্রতিষ্টান।
নাম তালিকায় কি ভাবে আসলো মানিকছড়ি উপজেলা নির্বাহী
কার্যালয়ে অফিস সহকারী দিমান নাথ বলেন নাম তালিকা আজ খেকে প্রায় ১৫ দিন আগে জেলা প্রশাসক বরাবরে পাঠানো হলে আজ চেক ইন্স্যু হয় তাই প্রতিটি মাদ্রাসাকে চেক হস্তান্তর করা হয়েছে।
এই বিষয় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদকে ফেন দিলে ফোন সংযোগ দিচ্ছেনা বলেন জানান।
গাড়ীটানা একটি এতিম মাদ্রাসা এতিম ছাত্র থাকার পর ও মামাদ্রাসাটিতে এতিম কথা লেখা থাকলেও কোন বরাদ্ধ আসেনি তাদের জন্য।
আর যাদের ব্যাবসায়ী আরবি শিক্ষা প্রতিষ্টান তাদের নামে বরাদ্ধ ও চেক প্রদান বিষযটি মাদ্রাসার অনেক আলেম সমাজ কে প্রশ্নবৃদ্ধ করেছে।