মোঃ সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রধান মন্রীর ত্রান তহবিলে প্রদান করলেন নগদ ৫০ হাজার২শত ৫০ টাকা। আজ ২৯ এপ্রিল বুধবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার মো ইকরাম আলী বিশ্বাস ও সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ নজরুল ইসলাম ও শ্রীপুর উপজেলা কমান্ড কাউন্সিলের সদস্যদের নেতৃত্বে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে নির্বাহী অফিসার মোঃইয়াছিন কবীরের হাতে এ অর্থ তুলে দেন। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন – গয়েশপুর ইউনিয়নের সাবেক কমান্ডার আবদুল মজিদ, আমলসার ইউনিয়নের সাবেক কমান্ডার আবু বক্কার ছিদ্দিক, শ্রীকোল ইউনিয়নের সাবেক কমান্ডার আবু তাহা সরদার, শ্রীপুর ইউনিয়নের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম রাজু, দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক, কাদির পাড়া ইউনিয়নের সাবেক কমান্ডার মোঃ আফজাল হোসেন ,সব্দালপুর ইউনিয়নের সাবেক কমান্ডার মোঃ শেখ কাউছার আলী, নাকোল ইউনিয়নের সাবেক কমান্ডার মোঃ শফিকুল আজম । এ ছাড়া ও উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোঃ সামসুল হক মোল্লা, মোঃ হাফিজুর রহমান, মোঃ আনসার আলী, মোঃ জাকির হোসেনসহ আরো অনেকে। মুক্তিযোদ্ধাদের অর্থ গ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর দেশের সূর্য সন্তানদের ধন্যবাদ জানিয়ে বলেন দেশের এই ক্রান্তিলগ্নে শ্রীপুরে মুক্তিযোদ্ধারা যে ভূমিকা রাখছে তা চিরস্মরণীয় থাকবে বলে আমি মনে করি। আজকের এই অর্থ প্রদান অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃইকরাম আলী বিশ্বাস এক প্রশ্নের জবাবে বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে যে ভাবে দেশে রক্ষাই আমরা ঝাপিয়ে পড়েছিলাম, তারই সুযোগ্য কন্যা বর্তমান দেশের সফল প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার ডাকে ও তেমনি সাড়া দিবো। প্রধান মন্ত্রী আমাদের জন্য করছে সে হিসেবে আমরা তেমন কিছুই করতে পারিনা, তাই এবার আমাদের সুযোগ এসেছে দেশের এই ক্রান্তিকালে তার হাতকে শক্তিশালী করা। এমবস্হায় আমরা মুক্তিযোদ্ধার সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নিজেস্ব অর্থ থেকে ইউএনও স্যারের মাধ্যমে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে আমাদের সংগৃহীত অর্থ পাঠাবো। আল্লাহর অশেষ মেহেরবানিতে সে কাজটি আজ সম্পন করতে পারলাম। প্রয়োজনে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আরো সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশসহ বিশ্বব্যাপি যখন করোনা ভাইরাসের ভয়াল ছোবলে জর্জরিত, দেশের অর্থনীতি চাকা প্রায় স্তিমিত,ঠিক সে সময়ে দেশের সূর্য সন্তান মাগুরা শ্রীপুরের মুক্তিযোদ্ধারা দেশের অর্থনীতির চাকা চাঙ্গা করতে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যে ভাবে এগিয়ে এলো, দেশের এই ক্রান্তিলগ্নে অন্যান্য বিত্তবানরাও এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার।