জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিস্থিতি মোকাবেলায় দৃশ্যমান কাজ করছে, শুধু এান নয়, তারা সারা দেশে চিকিৎসা সেবাও দিচ্ছে: মোয়াজ্জেম হোসেন আলাল
✍ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ ‘‘ বর্তমান পরিস্থিতিতে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ দিন আনে দিন খাওয়া মানুষ অসহায়ের মধ্যে আছে, প্রান্তিক মানুষ তারা অনেকে না খেয়ে আছেন, সরকার এ বিষয়ে কোনো বাস্তব কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।” পাশাপাশি করোনাভাইরাস সংক্রামণ মোকাবেলায়, সরকারের অবহেলার কারণে চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সোমবার বিকেলে তেজগাঁওয়ে কলোনীবাজার এলাকায় জিয়াউর রহমান ফা্উন্ডেশনের উদ্যোগে সর্বসাধারণের জন্য হাতধোঁয়ার বেসিন উদ্বোধনী উপলক্ষে স্কাইপেতে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। এসময় কর্মসূচির উদ্বোধন করেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মির্জা আলমগীর বলেন, ‘‘ আজকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার করোনাভাইরাসের আক্রান্ত হলে কোনো চিকিৎসার পাবেননা । যারা জেলাগুলোতে আক্রান্ত হচ্ছেন তাদের পরীক্ষার ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থাও নেই, যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। আজকেই কিছুক্ষন আগে আমি দেখতে পেলাম কুয়েত মৈত্রী হাসপাতালে যারা নার্স আছেন তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই।” ‘‘ সব মিলিয়ে একটা একটা জটিল ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই অবস্থা থেকে বেরুনোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি।’’
তিনি বলেন, ‘‘ এই যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ – সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি, কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।”
করোনাভাইরাস মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠিসহ বিভিন্ন শ্রেনীর জন্য ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্রস্তাবসমূহ তুলে ধরে মির্জা আলমগীর বলেন,
তিনি বলেন, ‘‘ তারা একটা প্যাকেজ দিয়েছে যে, প্যাকেজে পুরোপুরিভাবে শুধুমাত্র যারা বিত্তশালী, যারা বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত, বিভিন্ন গার্মেন্টসের সাথে জড়িত তাদের জন্যে এই প্যাকেজগুলো করা হয়েছে।তাও শুধুমাত্র ঋণের জন্য। আমরা দেখেছি এই প্যাকেজটা একটা ব্যাংক ঋণের প্যাকেজ। সাধারণ মানুষের জন্য কোনো বরাদ্ধ আমরা দেখতে পাচ্ছি না। আমরা পত্রিকাগুলোতে দেখছি ১০ টাকা কেজি চাল দেয়া হচ্ছিল গরীব লোকের জন্যে তা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের ঘরে …. । আমরা আরো দেখছি যে, গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে শ্রমিকরা বেতন চাচ্ছে তাদের বেতন না দিয়ে পেটানো হচ্ছে। আজকে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।”
মির্জা আলমগীর বলেন, করোনাভাইস সংক্রামণ থেকে রক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ‘‘ আসুন আজকে এই চরম দুর্দিনে আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, যেভাবে পারি আমরা যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতাবস্থায় এই ভাইরাস থেকে পরিত্রাণে দেশবাসীর জন্য আল্লাহ‘তালার কাছে দোয়া করার কথাও জানান বিএনপি মহাসচিব।
এ সময় উদ্বোধনী বক্তব্যে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এক অদৃশ্য শত্রু “করোনাভাইরাস” সারা বিশ্বকে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে, সেই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে হলে কিছু দৃশ্যমান কাজ করা জরুরী। জিয়াউর রহমান ফাউন্ডেশন সেই সেই দৃশ্যমান কাজটিই করছে, শুধু এান বিতরন নয়, তারা সারা দেশে আক্রান্তদের টেলিফোনে প্রাথমিক চিকিৎসা সেবাও দিচ্ছে। আর এই কর্মকান্ডের অংশ হিসেবেই আজকের সর্বসাধারণের জন্য হাতধোঁয়ার বেসিন উদ্বোধন।
প্রশ্ন হতে পারে ‘বেসিন বসানো নিয়ে এতো আয়োজন’ ? আসলে বেসিন তৈরী করা মূল বিষয় না। বেসিন হচ্ছে এটার বহি:প্রকাশ, বেসিন তৈরী করতে মাটি খুরতে হয়,পাইপ লাগে,পানির সংযোগ লাগে। এই আয়োজন এখন খুবই দরকার, কারন সাধারন মানুষের বাজারে চলাচলের সময় তারা সহজেই পরিছন্ন হওয়ার কাজটি করতে পারবে।
এ সময়ে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মাহবুব আলম, আসাদুজ্জামান চুন্নু, আশরাফ রেজা ফরিদী, উমাশা উমায়ুন মনি চৌধুরী, কামরুল হাসান সাইফুল, সাংবাদিক আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফাউন্ডেশনে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই কর্মসূচির আওতায় তিন‘শ বেসিন স্থাপন করে জনসাধারণের জন্য হাত ধোঁয়ার ব্যবস্থা করেছে।