নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন করতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে দুপুরে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ২৮ ব্রিগেডের অধিনস্ত ৪৩ বি ইউনিটের একটি প্রতিনিধি দল লে: সাইফুল্লাহ খানের নেতৃত্বে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে মাইকিং করে। পরে সাধারণ মানুষের মাঝে মাস্ক, সাবান বিতরণ করেন। হাট বাজারে জীবানুনাশক স্প্রে করেন সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ মানুষকে জরুরী কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এবং সামাজিক দূরত্ব মানতে উৎসাহ দেন। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের খোজ খবর নেন। সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেন।