নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার নিয়ে ছুটছেন নারী নেত্রীরা। বুধবার রাতে বাগেরহাট শহরের পৌর এলাকায় অন্যের বাড়িতে কাজ করা প্রান্তিক নারীদের মাঝে এই খাবার সামগ্রী বিতরণ করেন তারা। বাগেরহাট জেলা মহিলা পরিষদ ও জেলা অনাচার প্রতিরোধি কমিটির উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ, লিগ্যাল এইড সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, এ্যাড. মিলন ব্যানার্জী, শিল্পি আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই কমিটির সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে একশ কর্মহীণ নারীকে এই খাদ্য সামগ্রী প্রদান করেন। প্রত্যেক নারীকে ৫ কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি করে ডাল, পেয়াজ, তেল ও লবন প্রদান করা হয়।