নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা বাহিনীর সদস্যরা শহরের ব্যস্ততম সড়ক রেল রোড সাধনার মোড় এলাকায় টহল দিয়েছে। রবিবার দুপুরে বরিশাল ক্যান্ট: এর সেনাবাহিনীর এই টহলের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় সাধারণ মানুষকে সচেতন করতে জনবহুল স্থানে গাড়ি থামিয়ে সেনা সদস্যরা মাইকিং করেন।সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন তারা।কোথাও একাধিক মানুষ এক সঙ্গে জড়ো না হওয়ার জন্য আহবান জানান তারা।কাজ ছাড়া রাস্তায় বের হওয়া মানুষদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন সেনা সদস্যরা।