মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাহরাইনে বৈধতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
কোভিড-১৯ এ সংক্রমণের ফলে সৃষ্টি পরিস্থিতিতে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীদের বৈধতার সুযোগ করে দিয়েছে বাহরাইন সরকার। অবৈধ বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র জমা দিতে ৯ মাসের সময় দিয়েছেন বাহরাইন কর্তৃপক্ষ। খবর ট্রেড অ্যারাবিয়ার।
তবে এই সময়ের মধ্যে বৈধ কাগজ জমা না দিলে তাদের দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
বর্তমানে বাহরাইনে প্রায় ৫০ হাজার অনিয়মিত বাংলাদেশি শ্রমিক রয়েছে। এই সিদ্ধান্তে দেশটিতে অবস্থানরত বাংলাদেশী কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।
কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে বাহরাইনে নতুন করে কোনও বিদেশী কর্মী নিচ্ছে না। তবে আগামী বছরের শুরুতে দেশটির অর্থনীতি পুরোদমে চাঙা হয়ে উঠলে সেখানে নতুন করে বিদেশি কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট।