নইন আবু নাঈমঃ
করোনা ভাইরাস আতঙ্ক ও রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব ও বিশুদ্ধ খাবার পানি সংকট নিরসনে রায়েন্দা বাজারের ঔষধ ব্যবসায়ী ও যুবনেতা ফারুক হোসেন হিরু।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারস্থ সোনালী মসজিদের পার্শের টিউবওয়েলটি দীর্ঘদিন অকেজো থাকায় প্রায় ৩০০ পরিবার বিশুদ্ধ পানির কষ্ট নিরসনে নিজস্ব অর্থায়নে মানবতার সেবায় এগিয়ে আসলেন।